সাঁঝ পেরিয়ে রাত্রি এলো
নিভে গেল প্রদীপগুলো,
মন আকাশে চন্দ্র এসে
ছড়িয়ে দিল আলো!


আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল
মন ময়ুরী মিটিয়ে দিল,
সুখকাব্য শুনতে শুনতে
রাত পেরিয়ে গেল!


সুখ পাখিটা ডানা মেলে
ফাগুন রাতে আগুন জ্বেলে
তাতিয়ে দিলো শীতল হৃদয়
রঙিন খেলা খেলে!


ঊষার আলো জাগার আগে
বউ কথা কও ডাকলো ফাগে,
খিড়কি পথে হাওয়ার প্লাবন
যুগল দেহে লাগে।


মন পাপিয়া উঠলো জেগে
ছন্দসুধার তৃপ্তি মেখে,
ওষ্ঠাধরে রেখে গেল
মধুর কাব্য লিখে!