নিজের গভীরেই যদি সঙ্কট জন্ম নেয়
কার চোখে ধুলো দিয়ে ভাববে সফল!
আমরা ক’জন ছাড়া সবাই মন্দ হ’লে
কাদের নিয়ে গড়বে সঙ্ঘ কিংবা দল!


শুধুই আমি বুঝি আর কেউ কিছু নয়!
আমি যা দেখি শুধু সেটুকুই সত্য হয়!
আমি যা বলব, চোখ বুঁজে মেনে নাও
তবেই ভদ্র সবে, নইলে সব হবে ক্ষয়!


চিন্তার দৈন্যে দানবের জন্ম হয় নিত্য;
মানবতা নিয়ে হয় কতশত মায়াকান্না!
ভাষার রুক্ষতায় মনে হয় তারা দৈত্য
কত হয় রাজনীতি, ঝরে রক্তের বন্যা।


কান্নার ইতিহাস আর কতবার লিখবে!
চক্ষুজলে ভাসে বুক জনতার নেই সুখ!
ভ্রান্তির বেড়াজালে হুমকির মুখে শান্তি!
কেউ হয় দলছুট! হৃদয় করে ধুক পুক্।