সংসার একটা গাড়ি বা জলযানের মত;
ভবিষ্যৎ! অজানা-অচেনা পথে ভ্রমণরত!
হারাইলে পথ, আটকে গেলে ডুবন্ত চড়ায়
অশান্তি খামচে ধরে, ক্ষণে হিম্মৎ হারায়!


তখনও কিছু মায়া-মমতা হৃদয়ের বন্ধন
রাখিতে অটুট, অশ্রু ঝরিয়ে করে ক্রন্দন।
সংকট বুঝে গুনিয়া প্রমাদ ছাড়ে দীর্ঘশ্বাস
নীরব সময় করে শুধু পার নিয়ে বিশ্বাস।


তবু কিছু আশা রয় অবশেষ, যদিও ভয়;
ব্যথিত দর্শক তবু কেউ বুঝি কারো নয়!
আকাশে মেঘের মালা, ঘনকালো অন্ধকার
তবে কি রুদ্ধ হবে এগোবার সকল দুয়ার?