কল্যাণ হোক মানুষের আজি, অমানিশা হোক ভোর;
রাজনীতি হোক কল্যাণকর, খুলে দাও পিঞ্জর,
অবরোধে কাঁদে বঞ্চিত জাতি, ফিরে চায় অধিকার
নারী-শিশু চায় অত্যাচারীর জুলুমের প্রতিকার।


সমাজের মাঝে হাহাকার বাজে, হারিয়েছে সুবিচার
মায়া-মমতার বন্ধন গড়, দূর হোক অবিচার,
ইহকাল দিয়ে বাঁধা এ জীবন, অনন্ত আছে ওপাড়
শৃঙ্খলা যদি ফিরে নাই আসে মুক্তি পাবে না আর!


রজনীর পরে আসবে প্রভাত, করিও না কেউ ভয়;
আদর্শে থাকিও অটল সকলে, সত্যের হবে জয়,
অনাহুত রোষে বাড়ে সঙ্কট, বিশ্বাসে আসে ক্ষয়
ধৈর্য্যের সাথে সংযত থেক, ভেদ নীতি আর নয়।


নদী করে গ্রাস মানুষের আবাস, মানবতা অসহায়;
ক্ষুধার রাজ্যে শয্যা পেতেছি অভাবের তাড়নায়!
ভেসে যায় গাঁয় জনতার আশা বাঁধ ভাঙ্গা বন্যায়
ডুবে মরে প্রেম, ডুবে মরে সাধ অবিরত বরষায়!


অশনির ধ্বনি, বজ্র নিনাদ, শঙ্কা ছড়ায় হয়ে উন্মাদ;
সময় করছে একতার দাবী, আর নয় বাদানুবাদ,
অপরাজনীতি পরিহার করে মানুষের কথা ভাব;
তুমি-আমি কেউ নই চিরজীবী, সকলেই চলে যাব।