বিস্ময়ের অগ্নি গোলক
ছড়িয়ে পড়ছে বন থেকে বনে
কার কি আসে যায়!


আমি নই কল্পলোকের অশ্বারোহী,
খড়গ হাতে মৃত্যুকামী রক্তচোষার দাস!
আমাকে যন্ত্রণা দাও সকাল সাঁঝে,
থুথু ছিটাও উর্দ্ধাকাশে!
হানবে আঘাত উল্কা এসে করবে তোমায় গ্রাস?


নই আমি ফাগুন রাতের পূর্ণশশী
দুঃখ আমার রাশি রাশি!
মুক্তি আমার কাম্য ছিল
হলাম কেন লাশ?


জবাব আছে কাদের কাছে!
নগদই চাই, চাই না পাছে;
সবুজ শ্যামল জমিন আমার
খড়ায় পুড়ে হচ্ছে যে বিনাশ!


বুকের উপর জমছে বালু,
উদাস হাওয়ায় দুলছে শুধুই কাশ!