কেউ বা ঘোরে বকুল তলায়
ফুল কুড়াবে বলে,
কেউ বা তারে লুকিয়ে দেখে
মনের কপাট খুলে!


চার চোখে যেই হয়রে মিলন
বুক ঢিপ ঢিপ করে,
মনের মাঝে সাগর যেন
উথাল-পাথাল করে।


চোখের আড়াল হলেই স্বপ্ন
দুই হৃদয়ের মাঝে,
রাত দুপুরে কাঁদায়-হাসায়
কিংবা সকাল-সাঁঝে।


প্রেমের ভাষায় পদ্য লিখে
মনের আকাশ জুড়ে,
রংধনুটা বাসর সাজায়
একটু একটু করে।


এমনি করেই গড়ায় প্রহর
প্রেম নগরের প্রান্তরে,
জীবন তরী ভিড়বে কবে
সুখ সাগরের বন্দরে!