ললাট লিখনে নেই, আদর সোহাগ!
অধরা থেকেছে প্রেম, মিলেছে বিরাগ!
অনলে জ্বলেছে হৃদ, শোকের প্রভাবে,
কেঁদেছি জনম ভরে, সুখের অভাবে!
অনাদি অনন্ত কাল, কেমন বিধান!
জনম বৃথাই যেন, অজানা নিদান!
বিলাপে-আলাপে গেল, বিষন্ন প্রহর!
নিয়তি খেলার ছলে, করেছে প্রহার!


আমাকে পুড়িয়ে তুমি, রয়েছ বহাল!
সহে না জীবনে আর এমন বেহাল!
অশুভ ভুবনে আমি অচেনা পথিক,
জানি না বিহনে খোদা কে প্রিয় অধিক!
হারিয়ে বসেছি আমি, আমার ত্রিকাল;
তোমার করুণা চাই, প্রভূ হে বিশাল।