স্মৃতির পাতাগুলো বিবর্ণ হয়ে গেল
স্বপ্নের মাঝে তবু করি বসবাস,
জীবন নদীর পানি শুকিয়ে গিয়েছে জানি
জোয়ার ভাটার খেলা চলে বারোমাস।


অবাক হইনি আমি, এ জীবন নয় দামী
খোদার নিয়মে আমি করি বিশ্বাস,
খুশি হবো অবশেষে, স্রষ্টাকে ভালবেসে
ত্যাগ করি যদি আমি শেষ নি:শ্বাস।


নিজেকে আড়াল করে, চলে যাব ধরা ছেড়ে
সুখের বাগান তুমি রেখো সযতনে,
যতটুকু পেলে ব্যথা, তার চেয়ে বেশি কথা
এখনও রয়ে গেছে হৃদয়ের কোনে।


শুরুর সময়গুলো, ছিল ঢের এলোমেলো
ভ্রান্তির বেড়াজালে জড়িয়ে গেলাম,
নিয়তির অবহেলা, চলে গেল বয়ে বেলা
তবুও তোমারে আমি জানাই সালাম।


শেষ বুঝি হলো খেলা, এবার যাবার পালা
রেখে যেন যেতে পারি মনের জ্বালা,
সঞ্চয় কিছু নাই, উপহার তবু চাই
অনন্ত কালের তরে সুখের মালা।