ভালবাসার ছোঁয়া দিয়ে
একটি রঙিন পৃথিবী গড়ার স্বপ্ন ছিল,
কল্পনার সেই স্বর্গ রাজ্যে ছিল
নয়নাভিরাম পর্বতের কোল ঘেঁসে
শুয়ে থাকা একটি কলরব মুখরিত
ফেনিল সাগরের পাগল করা জলরাশি।
ছিল পূর্ণিমা চাঁদের  
মোহনীয় জোছনার স্নিগ্ধ আলো,
সাগর বেলায় ছিল বিনোদিনীর সুরের মূর্ছনা।
রাত জাগা পাখীর মত জেগে জেগে
আমি শুষে নেব ধরণীর অমিয় সুধা,
বুক ভরা ভালবাসার অফুরন্ত আবেগে
দোল খাবে প্রেয়সীর মধুসিক্ত প্রেম;
আমি হাসব সুখের পরশে প্রাণ খোলা হাসি-
স্রষ্টা আনন্দিত হবে তার সৃষ্টির আনন্দে,
পুলকিত হয়ে ধরিত্রী বাজাবে অনবদ্য বাঁশি,
আর আমার উচ্চারণে সজীব হবে
ভালবাসার আকুতি ভরা কবিতার ছন্দ;
আমি গাইব তৃপ্তির গভীর থেকে
জেগে ওঠা রজনীর সুপ্রিয় গান।