আলোক লতায় জড়িয়ে আছে
লিচু গাছের ডাল,
সুযোগ পেলেই করবে চুরি
দস্যি ছেলের পাল!


মধ্য রাতে সবাই যখন
গভীর ঘুমে মগ্ন,
মালকোচা সব মারলো কষে
দেখতে থাকে স্বপ্ন!


এবার ঝোলায় ভরবে লিচু
খুশিতে আটখান,
ফিসফিসিয়ে করছে সবাই
সবাইকে সাবধান।


আলোক লতার সাথেই ছিল
বিজলী বাতির তার,
লিচুর ঝোপা পাড়তে গিয়ে
লাগলো তারে ঘাড়।


জোড়াই তারে টেপ ছিল না
লেগেই খেল শক্,
ধাক্কা খেয়ে পড়লো নীচে
শব্দ হলো কঁক্!


শব্দ শুনে পাহাড়াদার
উঠেই দেখে চোর,
পড়ি মরি করে পালায়
কাটলো স্বপ্ন ঘোর।