পড়ন্ত বিকেলের মায়া ভরা সেই গাঁয়
উদাসী মনটা আমার ফিরে যেতে চায়,
নিসর্গপ্রেম আমায় হাতছানি দিয়ে যায়
হৃদয় শীতল করে দখিনা হিমেল বায়।


ভাটিয়ালী সুরে মাঝি মনটা ছুঁয়ে যায়
গগনে বর্ণিল রঙমেলা গোধূলি বেলায়,
স্মৃতির দুয়ার থেকে বলছে ফিরে আয়
তাইতো বার বার ফিরি সবুজ ছায়ায়।


পুরোনো সে দিনগুলো কাছে টেনে নেয়
হারানো সংলাপ বাতাসে ভেসে বেড়ায়,
ফেলে আসা কথা এসে আমাকে কাঁদায়
তাই আসি বারে বারে তোমার মায়ায়।


মাটির মায়া টানে আবেগ ভরা কবিতায়
মমতাময়ী আদরে ডাকে আঁচলের ছায়,
হাজারো কাজের মাঝে স্মরিগো তোমায়
তোমার দো'য়ায় আছি স্বপ্নের আঙিনায়।