দেশের স্বাধীনতা নয় তো দয়ার দান
অনেক রক্ত দিয়ে কেনা,
দুর্গম সে সব পথে বন্ধুরা ছিল সাথে
শোধ কি করি নাই দেনা?


এখনো রক্ত ঝরে অকাতরে প্রিয় মরে
বেশুমার কাতারে-কাতার!
আমার দুঃখ শুধু, অকালে হারায় বধূ
অকারণে প্রিয় সাথী তার!


অভিমানে কাঁদে কেউ আজো চারিধার
হারিয়ে সংলাপের অধিকার,
কেউ বলে ভালো আছি, বাকিরা নাই!
মহামারী করেছে ছারখার!


হিসাবের গড়মিলে টানাটানির পরিবার!
অন্ন, বস্ত্র, বাসস্থান চাই,
দিনমান উপোষে থাকি অবিরাম কষ্টে-
কর্মসংস্থানের সুযোগ নাই!


মধ্যবয়সী স্বাধীনতা এখুনি হোঁচট খায়!
নাই-নাই শুনি চারিদিক,
এখনো দ্বারে দ্বারে, মুসাফির ঘুরে মরে
শীর্ণ শরীরে মাগে ভিক্!