পরকালের ভয়টা যখন
বিলীন হয়ে যায়,
এই মানবই দানব হয়ে
জাহান্নাম বানায়!


নৈতিকতার অবক্ষয়ে
ইচ্ছেরই হয় জয়,
ক্ষুৎ-পিপাসায় ন্যায্য হিসাব  
হতেই থাকে ক্ষয়!


নষ্ট মানুষ কষ্ট দিয়ে
দুখের কারণ হয়,
সুখ পিয়াসী! দেশবাসীর
আব্রু কেড়ে নেয়!


সমাজপতি হয়ে তারা
আতঙ্ক ছড়ায়,
ঘরে-বাইরে রাত-বিরাতে
পড়শীরা ডরায়!


হর-হামেশা ঝুট-ঝামেলা
শান্তি কেড়ে নেয়,
হৃদয় মাঝে লুকিয়ে থাকা
স্বপ্ন মরে যায়!