তুমি আসবে আমার নিঃশ্বাসের কাছে,
ছুঁয়ে দিবে নিরন্তর ভালবেসে
হৃদয়ের গভীরে আবেগের ঠিকানায়;
আমি অপেক্ষা করব অনন্তকাল
তোমার প্রেমের আশায়।


তোমার ছোঁয়ার উত্তাপে
বরফ গলা নদীর মাঝে
ভাসবাে সুখের মোহনায়,
ভালবাসার প্রলেপ দিয়ে
ঢেকে দেব বিরহের ক্ষত চিহ্ন,
আনন্দের উৎস মেলে ধরে
ভুলিয়ে দেব ফেলে আসা
সমস্ত নিরানন্দের শোক।


সময় যতই গড়িয়ে যাক
সযত্নে লালন করে যাব
সবটুকু আবেগ;
কবির মত করে নীরবে নির্জনে
লিখে যাব স্বপ্নের মহাকাব্য!
অপেক্ষার প্রহর দিয়ে
গেঁথে যাব কামনার ছন্দ।


আমার সমস্ত ইন্দ্রিয়গুলো
আকাঙ্খার অলিন্দে বসে
এখনো  তাকিয়ে আছে
শিশির ভেজা মেঠো পথে,
তুমি আসবে দিগন্ত পেরিয়ে
শীতের কুয়াশা ভেঙ্গে
আমার স্বপ্নীল আঙিনায়।