জানা-অজানা চুক্তির আড়ালে
যত সব ভয়ানক আয়োজন,
মানবতা যেথা মাথা কুটে মরে
বিব্রত সমাজ, অসহায় জনগণ!


লক্ষ প্রাণের বিনিময়ে যেথা
স্বাধীনতা পেল সাধের বাংলাদেশ,
বিভীষিকাময় সময়ের পরও
সঞ্চিত ছিল স্বপ্নের অবশেষ!


তারপরও কেন চলে নিপীড়ন
দেশ জুড়ে চলে মৃত্যুর হাহাকার!
ধনী-গরিবের বিভাজন রেখা
কেড়ে নেয় সব মানুষের অধিকার!


স্বাধীনতা তুমি ভেংচি কেটো না
হৃদয়ে চলিছে নিয়ত রক্তক্ষরণ,
সুখের অপেক্ষায় আর কতকাল?
বদলাতে হবে মানসিকতার ধরণ।


আজও কেন ঝরে জনতার চোখে
শ্রাবণের মত অশ্রু ঢল?
জীবন যুদ্ধে পরাজিত হয়
কিশোর, তরুণ, যুবার বল!


সমুদ্র গর্জনে অরণ্য কেঁপে ওঠে
তারপরও হিংস্র হয় পশুর দল,
বেপরোয়া ভাবে আঘাত হানে
নিঃশেষ হয় শোষিতের দল!


কোথা আজ প্রেম, সুখের প্লাবন
কোথায় হারাল স্বপ্নীল পরিবেশ?
মৃত্যু পুরীতে পরিণত হলো
সোনালী ধানের সবুজ বাংলাদেশ!