বিন্দু বিন্দু ঘাম, ঝরে অবিরাম
সারাটি গতর দিয়ে,
দিনমান শেষে বাড়ি আসে হেসে
উপার্জিত অর্থ নিয়ে।


ছুটে আসে মেয়ে, কোলে তুলে নিয়ে
আদরে ভরায় মুখ,
ছেলে বলে বাবা, আমারে কি দিবা;
ভুলে যায় সব দুখ।


সোহাগিনী এসে বসে গিয়ে পাশে
ছড়িয়ে দু’ঠোঁটে হাসি,
থাকে যত কাজে, হৃদয়ের মাঝে
প্রেম জমে রাশি রাশি।


এর নাম প্রেম, চাই না তো হেম!
এই তো আমার ঘর,
বিপদে-আপদে, থাকে সদা সাথে
আসুক যতই ঝড়!


মাটির জমিনে মায়ার বাঁধনে
দিয়েছো সুখের নীড়,
হে মহান খোদা, মনে আছো সদা
নত করি তাই শির।