সাড়ে সাত কোটি বাঙ্গালী তখন স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত!
পাড়া-মহল্লার রাস্তা-ঘাট, চায়ের টং দোকান, বাজার-হাট ,
সর্বত্রই আলোচ্য বিষয়, এবার তৈরী হও, বজ্র মুষ্টি করে শক্ত।
আবালবৃদ্ধের হাতে, বাড়ির ছাদে, গাছে গাছে, লাইট পোষ্টে-
লাল সবুজের মাঝে বাংলাদেশের হলুদ মানচিত্র খচিত পতাকা
পত্ পত্ করে উড়ছে, নিজেদের স্বাধীকারের নিরাপোষ দাবীর
পক্ষে সোচ্চার, ছাড় দিবো না আর, যতই থাকি না কষ্টে!
সাজ সাজ রব, সবাই সরব, আদায় করে নেবোই অধিকার;
গোপনে অস্ত্র এনেও প্রমাদ গোনে পশ্চিমী হানাদার সরকার!
পঁচিশে মার্চ! সমঝোতার বার্তা নেই! নামলো রাতের আঁধার;
অকস্মাৎ নির্বিচারে মেশিনগানের গুলি চলে নিরস্ত্র জনতার উপর!
ঝাঁঝরা হলো বুকের পাঁজর! ঢাকা হলো অগনিত লাশের শহর!
স্তম্ভিত জাতি! অলি গলি রাজপথে জমে গেল লাশের পাহাড়!
দীর্ঘ ত্যাগের পর স্বাধীনতা পেয়েও লালিত স্বপ্ন হবে কি বেকার!