অবাস্তবতার অবিশ্বাস্য অবচেতন দৃশ্যায়ন!
কালে ভদ্রে কাকতালীয় ভাবে কোনোটার সত্যতা
প্রতিষ্ঠিত হলেও অধিকাংশই হয় বায়বীয়।
তবে বাস্তবতার ছোঁয়া পেলে হতে পারে মোহনীয়।


আর আমার দেখা স্বপ্নগুলোও ইদানীং
কেন যেন বড় বেশি ব্যতিক্রমী, অন্যরকম!
দেখছিলাম একজন নিপীড়িত মানুষের
আত্মবিশ্বাসী হাস্যোজ্জল মুখোচ্ছবি।


তাঁকে নিয়েই লিখছিলাম নাতিদীর্ঘ প্রবন্ধ;
চিরচেনা কন্ঠস্বরে উচ্ছাসের আভাস!
যদিও বাস্তবে তিনি আমার একেবারেই অচেনা,
আগমনের হেতু অজানাই থেকে গেল!


বিজয়ের আগাম আশায় আনন্দিত মহাজন!
অবাক বিস্ময়ে নীরব হয়ে গেলাম!
আনমনে নিজের অজান্তেই প্রশ্ন ছুঁড়ে দিলাম-
রাতারাতি সকলেই সুশীল হবেন কেন?


নির্মোহ সজ্জন সেজে কাঙ্খিত কেউ এসে
সোনার মুকুটখানি কেন দিবেন উপহার?
উবে গেল তাঁর হাসি, আমার প্রশ্ন শুনে;
নত শিরে নির্গম হলেন বহিরাঙ্গনে।