মেঘের ভেলায় চড়ে উড়ে চলছে মন
সারি সারি পাহাড়ের শীর্ষ দেশ মাড়িয়ে!
আর আমি চলছি সমতলের মসৃণ
সড়কে মাইলের পর মাইল কি এক
তৃপ্তির নেশায় অজানার পথে!
সাথে চলে জলতরঙ্গের অপূর্ব সুরের মুর্ছনা!
কি এক স্বর্গীয় আবেশের ছোঁয়া!
সারি সারি বৃক্ষ-তরুলতার সম্ভাষণ;
থেকে থেকে সূর্যালোক শুভ্র তুষারকে
করে তুলে দ্যুতিময়! চমকিত হয় আঁখি!
দাঁড়িয়ে আছে পথের পাশে মনোগ্রাহী
কটেজগুলো স্বপ্নীল আবেদন ছড়িয়ে।
পাহাড় ঘেঁষা সরণিতে চলছি লংড্রাইভে;
থেকে থেকে চোখে পড়ে খোলামেলা
সবুজ চত্বরের বিশাল চারণভূমি!
পড়ন্ত বিকেলের গোধূলি আভায় রঞ্জিত
পাহাড়ী ঢালে গড়ে উঠা শান্ত-সৌম্য
অনুপম কি এক মোহনীয় নিসর্গ
যেন বেঁধে রাখতে চায় হৃদয়-মন!
মহান আল্লাহ’র এই দৃষ্টিনন্দন সৃষ্টি
মানুষের তরে তাঁরই সুশোভন উপহার।