ইট-পাথরের দালান কোঠায় তিলোত্তমা ঢাকা,
রাত-বিরাতে চলছে সেথা লক্ষ গাড়ির চাকা।
হাজার গলির রাজধানীতে বস্তির অভাব নেই,
নি:স্ব, গরিব, ছিন্নমূলের সংখ্যাটা বাড়ছেই!


কোটির উপর মানুষ এখন ঢাকায় করে বাস,
টাকার পিছে ছুটছে সবাই বাড়ছে হা-হুতাশ!
চাকার তলে পিষ্ট হয়ে হচ্ছে মানুষ লাশ!
কারও মুখে ফুটছে হাসি, কারও সর্বনাশ!


সুখের স্বর্গ গড়তে গড়ে প্রতারণার মরণ ফাঁদ,
লাগাম ছাড়া লোভের আগুন জ্বালায় স্বপ্ন সাধ!
পানিয় জলের অনটনে শহর জুড়েই হাহাকার!
সব গলিতে সেই মহারাজ, শক্তি আছে যার!


এই শহরে ঈমান নিয়ে, টিকে থাকা বড়ই দায়!
হর-হামেশা ছন্দপতন, অশিষ্টরাই পাপের নায়;
বুড়িগঙ্গার নষ্ট জলে ভাসছে দেখ মানব লাশ!
পরিবেশের ছন্দপতন, কষ্ট করেই নিচ্ছে শ্বাস!


কংক্রিটের পাষাণপুরী, পাবে না কেউ সবুজ ঘাস;
রঙ-বাহারি ঝলকানিতে কি চমৎকার তার প্রকাশ!
আপন কাজে ব্যস্ত সবাই, আত্ম-চিন্তার হয় বিকাশ;
ঢাকা তবুও তিলোত্তমা! অসঙ্কোচেই গড়ে আবাস!