এবার আমি স্বপ্নে দেখি রাজা হয়ে গেছি!
দেশের যত খারাপ মানুষ করছে কদমবুছি!
টাকার বস্তা দিয়ে আমার ভরিয়ে দিল ঘর!
কত ধর্মের কত গুরু দিচ্ছে আমায় বর!


বিদেশ থেকে রাজা এসে সাহস যোগায় কত
বিপদ যাবে, অস্ত্র পাবে, লাগবে তোমার যত!
ওদের মানুষ দেয় পাহারা আমায় রাত্রি-দিনে
উড়ে উড়ে বোগল বাজাই, যেমন উড়ে জ্বিনে!


আমার মেধার কি প্রয়োজন, ওরা সবই করে
আমি শুধুই দেই মহড়া ওদের লিখন পড়ে,
বিনিময়ে নিচ্ছে ওরা, যারা যেটুক  পারে
তাতে কার কিইবা ক্ষতি, পড়ছে দেশের ঘাড়ে!


অমর হবার মন্ত্র পেয়ে জপছি সকাল-সাঁঝে
হাজার বছর বেঁচে থাকার বাণী কানে বাজে!
সারা গায়ে মন্ত্র মাখি, তাইতো আমি স্বপ্ন দেখি
ওদের দেয়া শর্তগুলো যত্ন করে লুকিয়ে রাখি!


পারাপারের নেই ভাবনা, শুধু করে যাই সাধনা
যে সাধনায় রইবো আমি সবার মাথার ‘পরে,
যারা দিয়ে যাচ্ছে মদদ, তাদেরও তো লাগে রসদ
নিতেই পারে সেই সুবিধা, যার যা লাগে ঘরে!


ভূমিকম্পের মরণ ধাক্কা ঘুমটা ভেঙ্গে দিল,
রাজা থাকার স্বপ্ন আমার ধূলায় মিশে গেলো!
এখন বুঝি এই দুনিয়ায় যন্ত্রণা ক্যান্ বাড়ে,
এমন সুখের সিংহাসনটা কেউ কি ছাড়তে পারে!