আশি বর্ষীয়ান্ বৃদ্ধা নাকি ধর্ষণের শিকার!
এ কি দুঃস্বপ্ন! নাকি শান্তিনাশক বিকার!
বিকলাঙ্গ সমাজে বিরাজিত অপয়া দর্শন,
শিশু থেকে বৃদ্ধা; চলছে বাধাহীন ধর্ষণ!


লাগামহীন পাগলা ঘোড়া ছুটছে নিরন্তর
ব্যর্থপ্রেমী চাপাতি চালায় কাঁদে না অন্তর!
যেমন রাজা তেমন প্রজা, বলছে প্রজ্ঞাবান,
নৈতিকতার স্মৃতিস্তম্ভ ভেঙ্গে হয় খান খান!


কোথায় আছি কেমনে বাঁচি কেমন কারাগার!
মাঝ বয়সের নারী মারছে সিরিয়াল কিলার!
কৃষ্ণমেঘা আসছে ধেয়ে, আশার-আলো লীন,
তলিয়ে যাচ্ছি ঘূর্ণিপাকে, মুক্তির আশা ক্ষীণ!


স্বল্প দামের চাউলগুলো পায় না দুস্থ লোক
অপঘাতের বাড়ছে শিকার, ঘরে ঘরে শোক!
শান্তি বিনা সুখের নাগাল, অশ্ব ডিমের মত,
রোগ না ধরে মলম দিলে শুকাইবে না ক্ষত।