অসত্যের কাছে সত্য পরাজিত হলে
হঠাৎ নেমে আসে সুনসান নীরবতা!
উথলে উঠে আবেগ ছিন্ন হৃদয় জুড়ে,
ইচ্ছে করে লুকিয়ে যাই মৃত্তিকা খুঁড়ে!


নিসর্গও বুঝি বিষন্নতায় অশ্রু ঝরায়;
সভ্যতাও লজ্জা পায় আচমকা ধরায়!
অথচ, কিছু মানুষ নামধারী আনন্দে
পাগলপারা হয়, মেতে উঠে মধুছন্দে!


এই বিকৃতির দায় নাই বুঝি শিক্ষার;
অবরুদ্ধ বিবেক কাঁদে সয়ে অবিচার!
ঢের জন হারায় আজন্ম লালিত স্বপ্ন
ভোগের ঘৃণ্য বর্বরতা হয়ে যায় নগ্ন!


নীতিহীন নির্লজ্জতা দর্শনের অভিশাপ;
অস্থিরতায় কম্পমান! নেই পরিতাপ!
আচরণে প্রহসন! সৌন্দর্য করে নাশ!
এগিয়ে যায় দুর্বৃত্ত, করতে স্বর্গ গ্রাস!