গত১৪/০৪/১৯ তারিখে প্রিয় কবি রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি)’র “কিছু পাওয়া,কিছু না পাওয়া” কবিতায় আমার করা মন্তব্যটি আজকের আসরে তাঁকেই উৎসর্গ করলাম।


হৃদয়ে যে কথা সদাই অনুরণিত হয়,
সে কথা সহজেই কলমে এসে যায়;
সেই তো কবি, যে সফল ভাবে তাকে
কাব্যরূপ দিয়ে হৃদয় রাঙাতে পারে।


সেই তো সুধীজন, যে জন স্বজন ভেবে
সুখে-দুখে পাশে থাকে চিরদিন ভবে,
মনের গভীরে এসে আপন জায়গা করে
শয়নে-স্বপনে সে জনই স্মরণীয় হবে।


বিপদে-আপদে যিনি দাঁড়ান পাশে এসে
তাঁর কথা কেউ কিগো ভুলিতে কি পারে,
তাঁর কথা সদা মানি যেন সুদিনে-দুর্দিনে
আসুক বিঘ্ন যত, রাখি যেন মনে তাঁরে।