আমরাই বলছি, আমরাই দেখছি!
অতঃপর প্রশ্ন উঠতেই পারে
তারপরে কি?


অস্তিত্ব নিয়ে শুনি শঙ্কার আভাস!
আয়ুর সঙ্কট কি অত্যাসন্ন?
উত্তর কি জ্বী?


হায় চিন্তার দীনতা নেই কোথায়!
সত্যের সাথে মিশে একাকার
মিথ্যার আক্ষেপ!


তবু চলে লুকোচুরি দিনের প্রভায়;
কলঙ্কিত করে এই সভ্যতাকে
করে ঘৃণা নিক্ষেপ!


মানবতার হয়েছে নির্মম পরাজয়!
স্বপ্নের হয়েছে তিক্ত অপমৃত্যু!
তবুও বাঁচতে চাই!


জীবনের বিধান যে কত অনুদার-
মানব সংবিধান প্রমাণ তার!
সত্যের বিকল্প নাই।