ক্ষমতার মসনদ নিয়ে তীব্র লড়াইয়ে
ঝরে পড়ে কত টগবগে প্রাণের অমূল্য খুন!
কুলাঙ্গারদের কাছে আজ শুধু নারীরাই
ধর্ষিতা নয়! গোটা বিশ্বই নিপীড়ন বিদ্ধ!
স্বাধীনতা যদি মরীচিকার মত রহস্য ছড়ায়
তবে জীবনের অস্তিত্বের নিশ্চয়তা কোথায়?


তবে, কালের কন্ঠ নীরব রবে না অনন্তকাল;
ইতিহাস বেঈমানী করে না সময়ের সাথে,
ফিরে আসে বার বার সত্যের ঝান্ডা হাতে।
উঠাও একতাবদ্ধ হাত মুষ্টিবদ্ধ করে,
গর্জে উঠো আরেকবার স্বাধীনতার চেতনাতে।


হে রুদ্র জনতা! আর কত নীরবতা?
এবার ভাঙ্গতে হবে পরিত্রাণের বন্ধ আগল,
লক্ষ প্রাণের সুউচ্চ কন্ঠে তোলো ভয়ানক ঝড়-
ভেঙ্গে যাক চিরতরে জালিমের সুরক্ষিত দূর্গ;
সময়ের আহ্বানে রাজপথে নেমে এসো বীর্যবান।