এসো প্রসঙ্গটা পাল্টে ফেলি, হলে মহাজন;
জানি তুমি কার লোক, ধূসর তোমার চোখ,
এ মাটি খাঁটি সোনা, আরো কি আছে দেনা?
বুঝতো তোমার মন, থাকতো যদি প্রসন্নতা।
বিগতে আছে খোরাক, তবু আগামীই প্রসঙ্গ;
মরু ধূসর হলেও হৃদ উজ্জল করা জ্যোতির্ময়।
সংশয় পুঁজি করে আঁধারে এগোবে কত পথ?
এখনো আশাবাদী, ফিরবে তুমি উন্মাদন থেকে-
আছে কি তোমার আজ্ঞাবাহী নভ বা নদীপথ?
আলেয়াকে যতই বুকে টানো, থেমে যাবে রথ!