বলতেই পারো, আমি কল্পনা বিলাসী!
ভাবতেই পারো, আমি ভাবতে ভালোবাসি,
তবে সত্য, আমি কোরান-হাদিসে বিশ্বাসী।


আমি দেখছি, ধেয়ে আসছে প্রলয়ংকরী যুদ্ধ!
উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের আধুনিক যুদ্ধবাজ
সাজছে আড়ম্বরে অন্তিম যুদ্ধসাজ!


যাদের উপর হানো কল্পিত জঙ্গীর কুৎসা বাণ!
অথচ দেখ, ওরা কেউ নয় যবন, নয় মুসলমান!
অন্তরালে বসে নকসা আঁকে জুইস রাবন!


আমি দেখছি অগনিত-বেশুমার লাশ!
দেখছি ধ্বংসপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র, ঢেকে গেছে সবুজ ঘাস!
শুনতে পাই সর্বগ্রাসী দুর্ভিক্ষের পায়ের আওয়াজ!
ঔষধ-পথ্য বিনে অসহায় মানুষ করবে চীৎকার!
স্বজন হারাবার ব্যথায় চারিদিকে উঠবে হাহাকার!


শুনতে পাও না? শুনবে তুমিও, যদি-
কোরান-হাদিস পড়ে বর্তমানের সাথে মিলিয়ে দেখো,
খুলে যাবে অন্তর্চক্ষু, দেখবে সেই দুঃসহ চিত্র।


বারুদের উত্তাপে তপ্ত হবে আকাশ-বাতাস;
পতিত লাশের মিছিলের উপর দিয়ে
উড়ে যাবে পাখির ঝাঁক, পাবে না নীড়!
তার আগেই দুর্গন্ধে অবশ হয়ে
হুমড়ি খেয়ে পড়বে লাশের উপর!


দীর্ঘমেয়াদী যুদ্ধ শেষে ভয়ে স্তম্ভিত, হতবাক!
বেঁচে রবে যৎসামান্য-অল্প কিছু মানুষ;
যারা আশ্রয় নিবে অরণ্যে কিংবা গুহায়।


অতঃপর আসবে শান্তি, দ্বন্দ্ব হবে লয়;
এ কথা সত্য, অলীক কাহিনী নয়।