নন্দিত ছন্দ মুক্তির বাণীকে নান্দনিক করে
রঙিন স্বপ্ন হয়ে আবার ছড়িয়ে পড়ুক বিশ্বময়।
একটা আলোকিত পৃথিবীর জন্ম হোক বিপ্লবে।
যেখানে থাকবে না অসত্য, দুঃস্বপ্নের আগ্রাসন;
থাকবে না প্রতারণা আর মরীচিকার প্রলোভন।


আদরের চাদরে আবৃত রবে বসতির উঠোন।
মমতার আঁচলছায়ে গড়ে উঠবে শান্তির নীড়;
প্রদীপ্ত প্রভাতে পাখির গুঞ্জন সবুজে দিবে দোল।
জননীর বুকে শান্ত শিশুরা ঘুমাবে নির্ভাবনায়,
পুরবাসী হাসবে নিরাপদ জোছনার আস্থায়।


এ অলিক কল্পনা নয়, মহান স্রষ্টার অঙ্গীকার;
ইতিহাসের পাতায় স্বাক্ষ্য আছে, অসত্য নয়।
সানন্দে ঘটাবেন তিনি ক্ষমতার প্রকাশ পুনর্বার।
প্রতীক্ষা যদিও কষ্টের, তবে সত্যের হবে জয়।