গগন জুড়ে মেঘ করেছে
নামবে বুঝি বৃষ্টি,
ফুটবে যখন নতুন কুঁড়ি
মেলবে তখন দৃষ্টি।


মাতবে যত সতেজ প্রাণে
করবে নতুন সৃষ্টি,
ভাঙ্গবে ওরা প্রাচীন ধরা
গড়বে নতুন কৃষ্টি।


মুছবে ওরা মিথ্যার দাগ
সত্য লাগবে মিষ্টি,
বিশ্বব্যাপী আসবে আবার
সকল ঘরেই হৃষ্টি।


মধুর সমাজ গড়বে ওরা
কেউ রবেনা শ্রেষ্ঠী,
সবাই মিলে গড়বে তারা
নতুন জ্ঞাতি-গোষ্ঠী।


ওরাই হবে সমাজ বান্ধব
আর্ত-নিঃস্বের যষ্টি,
মনে আশা জ্বাগাবে তারা
থাকবে নারে রিষ্টি।


সমাজ থেকে বিদায় দিবে
সব আকারের দুষ্টি,
ওহীর আলো জ্বালবে ফের,
সবার মাঝে তুষ্টি।