ছলের আড়ালে অট্টহাসিতে শয়তান করে বিশ্বমাত!
একই অঙ্গে কত রূপে কত ছন্দ আঁকে রাত বিরাত!
মা হাওয়ার সাথে ছলনা করে নবীকে করলো বিহ্বল!
জমিনে এসে বুঝলেন নবী, শয়তান ভীষণ বড় খল!


সেই শয়তানই আজো মিশে আছে মানব দেহের খুনে
শুধু তাই নয় পৌঁছাতে পারে এমনকি জরায়ুর ভ্রুণে!
তখন থেকেই দিতে থাকে ধোঁকা, করে থাকে বিভ্রান্ত
কিয়ামত তক্ চলতে থাকবে, হবে না সে  কভু ক্লান্ত!


তাই হুশিয়ার রুখো বার বার, প্রতিরোধ করো তাকে,
নইলে ঈমান হত্যা করে সে ফেলে দিবে দুর্বিপাকে!
একবার যদি ভুল হয়ে যায় ফিরে আসা অনেক কষ্ট;
একাল-সেকাল হয়ে যাবে বরবাদ, জীবনটা হবে নষ্ট।