সাড়ে চৌদ্দশত বছর আগে
আল্লাহ্ বলেন মানুষকে,
“পারলে করো মিথ্যা প্রমাণ
আমার সত্য কোরানকে”।


তখন থেকেই চলছে আজো
অবিশ্বাসীর জোর প্রয়াস,
পড়ছে যারা কোরান শরীফ
সত্য দেখে হয় হতাশ!


তত্ত্বানুসন্ধানে বেড়িয়ে আসছে
আল কোরানের সত্যতা,
তাই না দেখে অনেক মানুষ
মানছে তাহার মান্যতা!


আল-কোরানকে ভালোবেসে
ভোগ করছে নির্যাতন,
তামাম ধরায় বাড়ছে তবু
কেন এতো মুসলমান?


আছে কোন জবাব তোমার?
থাকলে কর মতপ্রকাশ,
ভুল যদি না পাও তাহাতে
করছো কেন অবিশ্বাস?