সঠিক পথে চলা মানুষ গুলো যখন
দুঃস্বপ্নের চেয়েও বেশি কষ্ট পায়!
তখনো কিছু অর্বাচীন তারই মুখ
বরাবর জোড়া পায়ে লাথি মারে!
সে ব্যথা শুধু ভুক্তভোগীরাই বোঝে!
তারপরও মুচকি হাসি মনের মাঝে
ছন্দ পায়, পামরের নষ্টামী দেখে,
নিন্দুকে কানাকানি করে নিত্যপ্রহর!


কালো টাকাই বুঝি নিন্দিত সমাজের
সব চাইতে দুঃখদায়ক, ঘৃণ্য অভিশাপ!
তার কাছেই বিক্রী হতে থাকে আত্মা,
বাড়তে থাকে দিনে দিনে ঢের পাপ!
কে জানে কোন প্রক্রিয়ায় ভাঙ্গবে ঘোর!
একটা শক্ত ঝাঁকুনিতে ঘুম যদি ভাঙ্গে,
তবেই হয় তো সে দিন খুলে যাবে সেই
ক্ষুণ্ণ-আর্তের জং ধরা রুদ্ধ হৃদয় দোর।


তবে, হৃদয়ের সাথে হৃদয়ের মিলন হলে
কেউ কি পারবে আর রুখে দিতে তারে?
কিন্তু, মন যদি পুড়ে যায় ব্যথার আগুনে-
ভালোবাসা চিরতরে হারাবে চোরাবালিতে!