পাপের রাজত্বে অসময় তোমার পুনরুত্থান!
অথচ, তুমি ছিলে অনেকের কাছে বিলক্ষণ।
উদীয়মান তরুণ নেতার সম্মান পেয়েছিলে
অবশেষে সেই তুমিও হারিয়ে গেলে অতলে!


তোমার সব ভক্ত আজ লজ্জায় মুখ লুকায়!
অথচ, স্বার্থপরের মতই শেকল পড়লে পায়!
কেন যে করলে ভুল! এমন পড়ন্ত দুঃসময়;
হায়! হিসেবের ভুলে উঠলে ভোগের পাল্লায়!


অনেক তো পেয়েছিলে, আরো ছিল দরকার?
তোমায় ভাবতাম বুদ্ধিমান, আসলে গাদ্দার!
লোভ আর ক্রোধই হলো তোমার বড় শত্রু!
সময়কে পড়তে পারলে না, চিনলে না মিত্র!


কেমন করে দেবে তুমি এমন ভুলের মাশুল?
তাইতো ভাবি, চিনতে কেন করেছিলাম ভুল!
ইচ্ছে জাগে বলতে তোমায় কঠিন কিছু কথা
কিন্তু আবার হয় না ইচ্ছা, হৃদয়ে বড় ব্যথা!


ধৈর্য যদি ধরতে পারতে, পাইতে বিশুদ্ধ পথ
যে পথে আছে সত্য, মিলতো জান্নাত আলবৎ,
এখনো সময় আছে মনকে অনেক বড় করো
শেষ সময়ে শক্ত করে আল্লাহ্’র রজ্জুটা ধরো।