গণতন্ত্র অন্ধমন্ত্র
ন্যায় অন্যায় নাই বিচার,
ধর্মে কর্মে হেলা ফেলা
কেউ মানে না শিষ্টাচার।


সংখ্যা তত্ত্বে গায়ের জোরে
রাষ্ট্রের হবে কর্ণধার,
সেই তো হবে বিশাল নেতা
অর্থ মাস্তান বেশী যার!


মিথ্যা তথ্যে ষড়যন্ত্রে
যে জন যত অগ্রসর,
সেই তো হবে সর্বেসর্বা
নেতাই রবে জীবন ভর।


খুন খারাবি তুচ্ছ ভেবে
এগিয়ে যাবার সাহস চাই,
হুন্ডা গুন্ডা না থাকলে
সে সব নেতার খাওয়াই নাই।


মিছিল মিটিং তোরণ বাবদ
লক্ষ কোটি টাকা চাই,
চান্দা মাদক টেন্ডারবাজি
দখল বাজীতেও নিষেধ নাই।


হামলা মামলা কৌশলবাজি
করতে পারলে কাজের কাজী,
কদর বাড়বে নেতার কাছে
বলবে না কেউ পাজি।


ছলে বলে অর্থ বিত্তে
হয়ে উঠবে যে জন ষ্টার !
সেই তো হবে যোগ্য সেবক
এম,পি কিংবা মিনিষ্টার!