ইতিহাস বলে সত্য বেঁচেছে
মিথ্যা হয়েছে দূর,
আল্লাহ্ মহান, এ তার প্রমাণ
জ্বলে আজো তাঁর নুর।


ক্ষমতার মোহে ইয়াজীদ হ’লো
ঘৃণীত স্বৈরাচার,
কোথা গেল সেই দাম্ভিক রাজ
চিহ্ন আছে কি তার?


হৃদয়ের মাঝে বেদনার স্মৃতি
লালিছে মুসলমান,
সত্য বাঁচাতে ইমাম হোসেন
জীবন করেন দান!


নবীজীর নাতি জ্বালালেন বাতি
নতুন করে আবার,
ইমামের খুন হইলো জ্বালানী
মিটিল অন্ধকার।


শহীদের খুনে ধরে নাই ঘুন্
ইসলাম আছে আজো,
নতুন ইমাম আসবেন আবার
নতুন করিয়া সাজো।