চুক্তির ছলে মুক্তি হারিয়ে
কত দেশ হ’লো নিঃস্ব!
স্বার্থের মোহে নীরব থেকে
দেখে যায় এই বিশ্ব!


অরবে ওরা করে সম্ভোগ
মানবতা গ্রাসী দৃশ্য!
অন্তরালে করে বাটোয়ারা
শয়তানের ওরা শিষ্য!


কাদের ভাবো আপনজন?
ওরা-ওরা সব মিত্র!
প্রতারিত রূপে হয়ে বন্দী
পরিশেষে হবে ভৃত্য!


ওরা মিথ্যুক, করে জুলুম!
করো না কিন্তু বিশ্বাস,
শুভার্থী বলে জড়িয়ে ধরে
কেড়ে নিবে নিঃশ্বাস!


ওরা আঁটিয়াছে মহা ফন্দি,
মুঠিতে ভরিবে বিশ্ব!
সত্যবাদী তাদের দুশমন!
পামর ওদের উপাস্য!



অরবে> নীরবে