সত্য বলে মহান পুরুষ
মিথ্যা বলে চোরের জাত,
দিনের আলো ডরায় ওরা
ভাল বাসে অন্ধ রাত!


ছল চাতুরী ধোঁকাবাজি
এটাই তাদের নিত্য কাজ,
সুখের ঘরে আগুন দিয়ে
ওরাই গড়ে মন্দ রাজ!


নিজের কথা নিজেই বলে
পরের কথার দেয় না দাম,
মুখোশ পরা অসুর ওরা
নামটি বলে রহিম-রাম!


নিয়ম নীতির ধার ধারে না
অসৎ পথে করে আয়,
মন্দ লোকের বন্ধু ওরা
নেশার রাজ্যে পাও বাড়ায়!


এমনি করেই চলতে থাকে
ওদের গড়া দুনিয়ায়,
খোদায় যখন কষে ধরে
নরক রাজ্যের শাস্তি পায়।