অপয়া রজনী শেষে
আনন্দ এসে মিশে
সোনালী সূর্য যবে
পুব দেশে হাসে।


ইতিহাস ডেকে বলে
অশান্তি আসে ছলে
নিভে যায় দলে বলে
ক্ষণকাল জ্বলে।


হতাশা যদি এসে
বিশ্বাসে জেঁকে বসে
স্বপ্নরা যাবে ধ্বসে
অন্ধ প্রজন্ম বেশে।


রুখে দাও দুঃসাহসে
মিলে যাও দানব নাশে
শনি ও পড়বে খসে
নিয়তির গ্রাসে।


হাসবে আবার শশী
নির্ভয়ে নীলাকাশে
সুনীতি নতুন আশে
মাতাবে সুবাসে।