বরণীয় মানুষের স্মরণীয় কীর্তি যদি
সভ্যতার সংঘাতে হারিয়ে যায়,
স্রষ্টার অভিশাপে সত্য বিলুপ্ত হবে
মিথ্যার প্রাবল্যে বিষাক্ত হবে জনপদ!
গভীর খাদের পাড়ে বসতি গড়িয়া হায়!
নিরন্তর চাই যেন, ভূমিধ্বস হয়!


কামনার আসক্তি নিয়ে ওতপেতে থেকে
ফুলের পাপড়িগুলো ছিঁড়ে করে উৎসব!
বেহুদা বাতিঘর স্বনামে করে চীৎকার!
নিশীথের অন্ধকারে পোষে ওরা নিশাচর!
সুরাতে বেতাল পিতা নষ্ট ফাগুনে ঠেলে
মাতাল পুত্রকে নরকের ঠিকানা চেনায়!


দুরভিসন্ধি নিয়ে বেজন্মা বনফুল
সম্মোহনী গন্ধ ছড়িয়ে বেকুব বানায়!
কদাকার মানুষের উজালা ভূষণ দেখে
লজ্জায় সাধুদের মাথা নত হয়!
পতিত শুভ বোধ কান্না জড়িত স্বরে
বারে বারে তাঁরই কাছে আশ্রয় চায়!