মহসিন আলী জুব্বায় তালি
দেহটা মলিন, দীনহীন বেশ,
সংসারে তার বাড়িতেছে ধার
বেড়েছে বয়স, পেকেছে কেশ।


জীবনাচারে নেই কালো দাগ
সংকটে কভু মানে না হার,
রুদ্র ধরার থামে না বিদ্রুপ
তবুও কাঁপে না হৃদয় তার!


ঝড়-তুফানে আসে না ক্লান্তি
ভ্রান্তি বিলাস রাখে স্পর্শহীন,
সাধ্য সীমায় করে শ্রম ব্যয়
সুখের প্রদীপ জ্বলে তবু ক্ষীণ!


নব্য সমাজে খুলে গেছে কত
সম্পদ রুজির হাজারো দ্বার,
মোহহীন থেকে মুক্তির তরে
আল্লাহ্’র কাছে দিয়েছে ভার।


মানব বৈরী পেশা করে ঘীন
সবাই তাকে ভাবে নয় চতুর;
কিন্তু সে ভাবে, মরণের পরে
অসতের ফসল হবে বিধুর।