মাঝি তোর বৈঠা গেছে জলে ভেসে
পাল গিয়েছে ছিঁড়ে!
কালো মেঘ ছেয়েছে নীলাকাশ জুড়ে
শংকা জীবন ঘিরে!


যদি বৈরী বায়ু আবার ছোবল মারে,
মাল্লারা যদি ডুবে!
যদি ভুল করে হাল উল্টো করে ধরে
বুঝবি তখন সবে!


জানিরে আল্লাহ্’র মার দুনিয়ার বার
যার যা খুশি কর,
সময় ফুরোবার আগে, সাবধান হতে
সত্যকে কষে ধর।


যতই ভুল বুঝিস, ভালোর তরে বলি
আমিতো নই পর,
সত্যের সাথে যদি সু্ এর মিলন হয়
অটুট থাকে ঘর।