বন্ধ্যা জমিতে শুদ্ধ বীজের
যতই করিনা চাষ,
মদিরার রসে শুদ্ধ সমাজ
অবিরত হবে নাশ!


আড়ালে বসিয়া হিসাব কষিয়া
মুক্তি পাবে না দাস,
নির্যাতনের তথ্য গুলোকে
করে দাও তুমি ফাঁস!


প্রলাপে-বিলাপে চলে রেষারেষি
দেশে দেশে হাহাকার!
আলাপে হয় না কোন সমাধান
অপলাপে ছারখার!


বাতায়ন পাশে মিলনায়তন
কত শুনি গর্জন,
সুবিশাল মাঠে নেই প্রিয়জন
চাপাতেই অর্জন!


সুখের বাসরে পলাশীর ছায়া
বধুয়ার হাতে ছুরি,
গৃহকোণে কাঁদে অসহায় প্রাণ
দুই হাতে পড়ে চুড়ি!