নষ্ট নারীর ভ্রষ্ট ভ্রুণে ধরায় ছড়ায় যন্ত্রণা;
এই আঁধারে কোথায় পাব, যে জন দেবে সান্ত্বনা,
নারীর গর্ভে জন্ম নিয়েও নারীর কদর বুঝলো না!
হতভাগা ওরাই ভবে, মুক্তি ওদের মিলবে না!


আড়াল থেকে জোট পাকিয়ে করছে বসে মন্ত্রণা!
ভ্রান্ত পথে চলছে ওরা, কারও কথাই শুনছে না!
লুটছে ওরা যাদের খাবার, জুটছে তাদের লাঞ্ছনা!
রক্ষা কর হে দয়াময়, তোমারই করি বন্দনা।


এই জগতের সর্বহারা সইছে বড়ই গঞ্জনা,
রিক্ত হাতে, সিক্ত নয়ন, করছি শুধুই জল্পনা,
তোমার রহম আসলে খোদা, ঘুচে যাবে বঞ্চনা।
কষ্ট পেয়ে তাই তো করি, তোমার কাছে প্রার্থনা।


নামের হিসেব কষছে ওরা! পুণ্যি নিয়ে ভাবছে না!
কার মনে কি খবর আছে , তোমার কাছে সব জানা।
তাই তো করি নালিশ প্রভূ, নইলে স্বপ্ন বাঁচবে না।  
জালিম হৃদে শুদ্ধতা দাও, আর তো প্রাণে সইছে না!