অবকাশে করে খেলা,
হেলায় কাটিয়ে বেলা!
নিদ্রিত সুধীজন চায়-
অন্যরা বুঝুক ঠেলা!


কেটে গেলে উত্তেজনা
চুপিসারে ছড়িয়ে ঘৃণা
আনুকুল্য পেতে চায়-
হায়! লজ্জা করে না!


এরা যদি আদর্শ হয়!
বাড়বে ঢের অবক্ষয়!
রাতের আঁধারে চায়-
ক্রিয়াকর্মের বিনিময়!


দেখি নাতো মান্যবর!
শুনি ওরা কারো চর!
হাত পেতে শুধু চায়-
নীরবে করে দাম-দর!


হায় কি দেখে জনগণ!
বিস্মিত করে প্রতিক্ষণ!
খেলা শেষ করে চায়-
বেশি বেশি উপঢৌকন!