আমি বঞ্চিত মানুষের কাতারে দাঁড়িয়ে আছি।
আমারও স্বপ্ন ছিল, ছিল ঢের প্রত্যাশায় বিশ্বাস,
অবহেলা-অনাদরে ক্রমাগত জমে গেছে শুধুই দীর্ঘশ্বাস!


বাহিরে-অন্দরে দেখেছি বিদ্বেষ
হিংসার বলী হয়ে–হয়েছি নিঃশেষ,
প্রাণের শক্তি আজ নেই আর অবশেষ!


মিথ্যে অপবাদে ভালবাসা মরে গেছে-
মরে গেছে হৃদয়ের সবটুকু প্রেম,
অবিচারে সাজা পেয়ে হারিয়েছি হেম!


অনাচারে দ্রোহ করে-করেছি কি মহাপাপ?
বাধার প্রাচীর ভেঙ্গে পেরিয়েছি শত ধাপ,
বেলা শেষে কি বা হবে করে আর অনুতাপ!


হে প্রভূ ক্ষমা কর অগনিত পাপ,
প্রশান্তি চাই খোদা না দিয়ে অভিশাপ;
যদিও দহনে মরি সহে না তো অপলাপ।