আমার ভালবাসার শেষ রঙটুকু
নীরবে নিঃশব্দে শিশির বিন্দু হয়ে ঝরে,
নিঃসীম নীলাকাশে শরাহত পাখির মত
অসীম কষ্ট নিয়ে ধুঁকে ধুঁকে মরে!


হতাশায় কেটে যায় নির্ঘুম রাত
তোমাতে-আমাতে আজ ঢের ব্যবধান,
যোজন যোজন দূরে গড়েছি পর্ণ নীড়
তবু ও দহনের হয়নি অবসান!


বিশুদ্ধ গগনে খুঁজি শীতল সমীর
পরকীয়ার অনলে তাই কোন দগ্ধতা নয়,
শুধু দূর থেকে দিয়ে যাব অজস্র প্রেমাঞ্জলী
দীর্ঘশ্বাস যেন তোমাকে ছুঁয়ে না যায়।


কল্প বাসর ঘিরে রচেছি বিরাগ প্রাকার
স্বপ্ন-ভালবাসার নেই যেথা প্রবেশাধিকার!