আমি আগুনের ভয়ে জালিমের সাথে
করি না কখনো সন্ধি,
শতজ্বালা সয়ে জমিনের মাঝে তাই
কারাগারে আছি বন্দী!


জীবনে সুখের দরিয়া দেখেছি অনেক
করিনি কখনো লোভ!
হৃদয়ে মুক্তির আশা করিয়া পোষণ
প্রকাশ করিনি ক্ষোভ।


চাকচিক্যের ছলনায় ভুলে আমি যেন
করি না কখনো ভুল,
প্রচন্ডভাবে বিশ্বাস করি, মৃত্যুর পরে
ও পাড়ে রয়েছে শূল।


দুখের সাগরে নিত্যদিন করি সন্তরণ
তবু করি না দুর্নীতি,
চাই তাঁর দয়ায় ভূতলে আসুক সাম্য  
বহাল থাকুক সুনীতি।


ক’দিনের সুখে কি এমন হবে, যদি
সাজা পাই অনন্তকাল,
তার চেয়ে ভালো মনে জ্বালো আলো
ছিন্ন করে মায়াজাল।