মনের ভেতর পুষে রাখি সাধের ময়না পাখি
রাত-বিরাতে কয় সে কথা নয়ন ভরে দেখি,
সখ করে আনছি তারে, সোহাগ করবো বলে
আদর করি ইচ্ছে হলেই, নানান রকম ছলে।


মিষ্টি সুরে কয় সে কথা, এ মন ছুঁয়ে যায়
লাজ ভরা চোখ দু’টো তার হৃদয়কে রাঙায়,
খুনসুটিতে দিন কেটে যায়, সুখের আঙিনায়
অধরে তার খুশির ঝিলিক, পরানটা জুড়ায়।


অনাগত সব সময় নিয়ে করছি কত কল্পনা
মনের মাঝে আঁকি কত রঁজন মাখা আল্পনা,
রংধনুর ওই রঙের ছোঁয়ায় ছন্দ ছড়ায় মন
দিনের শেষে নাগাদ এসে প্রেম বিলায় সুজন।


আনন্দেরই বান ডেকে যায় প্রীতরাঙা দু’মনে
আড়াল থেকে বনের পাখি গরল ছড়ায় ক্ষণে!
ভ্রষ্টা মনের বিরাগ দেখে কার কি আসে যায়
হিংসা যাদের যতই অধিক, ততই ব্যথা পায়।