”মধ্যম উত্তম”এ বেড়ে গেছে অনিহা!
নাক সিটকায় যত ধনী আর জ্ঞানীরা!
নাকের ডগায় ঝোলে বোনেদি, অভিজাত!
অঙ্গুলী হেলনে যাদের দিন হয় রাত!


সুখ আর এখন নয় সোনার হরিণ সম!
দিতে পার যদি তুমি একটু বিসর্জন,
সেকেলে ধারণা থেকে কিছুটা বেড়িয়ে এলে
উত্তরণ হবে জেনো বাড়বে আকর্ষণ!


মদিরার রসে বাড়ে আধুনিক পরিচয়;
পোড়ামুখী বলে তাতে হয় নাকি অবক্ষয়!
এসবই বলে তারা, যোগ্যতা নেই যার
বোকা ছিল চিরদিন, বোঝে না নয়-ছয়।


পিছে পড়ে থাকে সদা, বাতাসে ঘোরায় গদা;
বড় বড় কথা বলে, আসলে ওরাই গাধা!
থাকো পরিপাটি ছিমছাম, গোপনে সারো কাম
রাতারাতি বেড়ে যাবে কত যে সুনাম!


কে কার খবর রাখে, বোকারাই গায়ে মাখে;
শিক্ষা-দীক্ষা ছাড়া কেউ হয় কি মহান!
সেকেলে সাধু সেজে পাবে না মোহনা খুঁজে,
যেখানে জমেছে খেলা, দ্যূত যেথা বহমান!